আপনি মনে মনে ভাবলেন, সহকর্মীর সঙ্গে সুখ-দুঃখের গল্প ভাগ করা যাক। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই ব্যক্তিগত গল্পই পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু বিষয় সম্পূর্ণ ব্যক্তিগত রাখাই বেশি নিরাপদ। যে পাঁচটি বিষয় কখনো অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়: ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ, বিমা বা অন্যান্য আর্থিক পরিকল্পনা – এসব ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে আলোচনা করলে ঝুঁকি বাড়তে পারে। যদি কেউ আপনাকে গোপন কিছু জানায়, তা অন্যকে বলে দেওয়া মোটেও ঠিক নয়। এতে শুধু তাদের আস্থা ক্ষুণ্ণ হয় না, আপনার ওপরও ভরসা কমে যেতে পারে। নিজের ভবিষ্যৎ লক্ষ্য বা পরিকল্পনার কথা খুব কম মানুষকে জানান। অপ্রয়োজনীয় পরামর্শ বা হস্তক্ষেপের কারণে পরিকল্পনা ব্যাহত হতে পারে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের পাসওয়ার্ড – এগুলো কারও সঙ্গে...