তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। গত ৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় আফগানরা। তবে এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। তবে আজ ব্যাক ফুটে থেকেও সিরিজে ফেরার প্রত্যয়ে মাঠে নেমেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের আবু ধাবির শেখ জায়েদ...