রকসংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর! বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুনের গায়ক আলি আজমত গানে গানে একই মঞ্চ মাতাবেন। তাদের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন দর্শক-শ্রোতারা। ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টঙ্গী মহাসড়কে অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে গান গাইবেন দুই দেশের দুই রকতারকা। অনুষ্ঠানে রক ও সুফি সংগীতের মেলবন্ধনে দর্শক-শ্রোতারা দারুণ অভিজ্ঞতা পাবেন বলে আশা আয়োজকদের। আলি আজমত নিজের ফেসবুক পেজে এক পোস্টে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন। ১৯৯৭ সালে প্রকাশিত জুনুন ব্যান্ডের ‘আজাদি’ অ্যালবামের ‘সাইয়োনি’ গানটির সুবাদে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। একই অ্যালবামের ‘গরজ বারাস’ গানটি ২০০৩ সালে বলিউডের ‘পাপ’ সিনেমায় ব্যবহৃত হয়। ২০১২ সালে ‘জিসম টু’...