টেস্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি কাল রবিবার থেকে লাহোরে খেলতে নামছে পাকিস্তান। দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। প্রথম টেস্টে পাকিস্তান সাত ব্যাটার, দুই পেসার ও দুই স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ গড়েছে। এ ম্যাচে পাকিস্তানের একাদশে থাকছেন দুই আফ্রিদি—বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ডানহাতি অফ স্পিনার সাজিদ খান ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি, যিনি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন গড়ে ২৫.৪৯ হারে। আসিফের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন অভিজ্ঞ বাঁহাতি বোলার নোমান আলি, যিনি ১৯ টেস্টে ৮৩ উইকেট নিয়েছেন গড়ে ২৪.৭৫ হারে। এক বছর পর টেস্ট দলে ফিরছেন শাহীন শাহ আফ্রিদি। নতুন বল হাতে তাঁকে সঙ্গ দেবেন...