বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ জয় তুলেছে ফ্রান্স। বাছাইয়ের প্রক্রিয়ায় সবকিছু ঠিকঠাকও চলছে লা ব্লুজদের। গোল পেয়েছেন দলটির অধিনায়ক ও ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবে তার চোট খানিকটা ভাবাচ্ছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামকে। আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর এমবাপের চোট নিয়ে দিদিয়ের দেশাম সংবাদমাধ্যমে বলেছেন, ‘এটা সেই একই গোড়ালি যেখানে এমবাপে চোট পেয়েছিল। বিশ্রাম নিয়ে তার ব্যথা কমছে।’ ‘একটি ম্যাচে অত্যাবশ্যকীয় সংঘর্ষ হবেই। আমরা সেটার মূল্যালয় করে দেখব। সে কিছুটা অস্বস্তিবোধ করছে যা আমাদের জন্য ঠিক মনে হচ্ছে না।’ আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে গোল করেছেন এমবাপে। এটি টানা দশম ম্যাচে গোল তার। তবে ৮৩ মিনিটে চোটের কারণে মাঠ থেকে উঠে...