একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছেবলে মন্তব্যে করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বিএনপির একটি উঠান বৈঠকে এ মন্তব্যে করেন তিনি। এ্যানি বলেন, ‘কোনোভাবে রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়াটা কতটুকু যৌক্তিকতা রয়েছে? আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সহিহ শুদ্ধ সূরা-কেরাত পড়লে হয় এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শ জীবনী অনুসরণ করলে যথেষ্ট।’ বিএনপির শীর্ষ এ নেতা মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুন্দর সমাজ গঠন করতে হলে এক্ষুনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী করেন, দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো আমরা পুলিশকে...