বাংলাদেশের দর্শক তাঁকে চেনে ‘কেডি পাঠক’ নামে—সত্যান্বেষী আইনজীবী, যে কখনো থেমে থাকে না। কিন্তু সেই চরিত্রের পেছনে আছে এক জীবনযুদ্ধ। জন্মদিনে ফিরে দেখলে বোঝা যায়, আজকের রনিত রায়ের প্রতিটি দৃঢ় দৃষ্টি, প্রতিটি সংলাপের গভীরতা তার অতীতের লড়াইয়ের ফল। ১৯৬৫ সালে নাগপুরে জন্ম রনিত বোস রায়। পড়াশোনা হোটেল ম্যানেজমেন্টে হলেও অন্তরে ছিল অভিনয়ের আগুন। সেই আগুনই টেনে আনে তাঁকে মুম্বাই—সিনেমার স্বপ্ন হাতে নিয়ে, পকেটে শূন্য। টিকে থাকার জন্য হোটেলে ট্রেনি হিসেবে কাজ করেন—বাসন মাজা থেকে ওয়েটার, সবই নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচার জন্য। ১৯৯২ সালে ‘জান তেরে নাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। সিনেমা হিট, কিন্তু হিট হলেও ৬ মাস কোনও কাজ পাননি। পকেটে খালি, ডাল-রুটি দিয়েই দিন কেটেছে। পরের বছর ‘বোম্ব ব্লাস্ট’-এ অভিনয় করলেও অর্থিক সংকট পিছু ছাড়েনি। বাধ্য হয়ে বলিউড...