গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ তৈরি হয়েছে এবং সেই পথ শুধু সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই।তিনি বলেন, সংস্কার কিংবা বুদ্ধিজীবীদের নানা কৌশল যথেষ্ট নয়— যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হবে, ততক্ষণ গণতন্ত্র ফিরবে না। বাংলাদেশের জনগণকে তিনি স্বাধীনতাপ্রেমী ও গণতন্ত্রকামী বলেও উল্লেখ করে বলেন, এই জাতি বহুবার লড়াই-সংগ্রামে জয়ী হয়েছে। যদিও বারবার বাধার মুখে পড়েছে, তবুও বারবার ঘুরে দাঁড়িয়েছে।উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ...