চাকরির পেছনে না ছুটে এখন অনেকেই ঝুঁকছেন নিজের ব্যবসার দিকে। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় পুঁজি। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আজ জানুন এমন এক চমকপ্রদ ব্যবসার আইডিয়া, যেখানে এক টাকাও বিনিয়োগ না করে প্রতি মাসে আয় করা যায় ১ লাখ টাকা পর্যন্ত! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি এখন বাস্তব, এবং বিশ্বের নানা প্রান্তে অসংখ্য তরুণ-তরুণী ইতিমধ্যে এই পথেই গড়ে তুলেছেন নিজেদের উপার্জনের জগৎ। এই প্রতিবেদনে জানানো হচ্ছে এমন এক ব্যবসার সুযোগ, যেখানে প্রয়োজন নেই কোনো মূলধন বা দোকানঘর দরকার কেবল দক্ষতা, মনোযোগ আর একটি ইন্টারনেট কানেকশন। ব্যবসাটির নাম ট্রান্সক্রিপশন সার্ভিস (Transcription Service) আধুনিক ডিজিটাল যুগে যার চাহিদা আকাশছোঁয়া। ঘরে বসেই আপনি অডিও বা ভিডিও ফাইলকে টেক্সটে রূপান্তর করে মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন একদম বৈধ উপায়ে। ট্রান্সক্রিপশন হলো...