বিশেষজ্ঞদের মতে, যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক সহজ কিন্তু কার্যকর উপায়। ব্যয়বহুল যন্ত্রপাতি বা বড় বিনিয়োগ ছাড়াই ঘরে বসে শুরু করা যায় এই কাজ। কীভাবে কাজটি হয়এই আয়ের মূল ভিত্তি হলো স্টক ফটো ওয়েবসাইট—যেখানে ব্যক্তি নিজের তোলা ছবি আপলোড করে, আর প্রয়োজনীয় ব্যবহারকারীরা সেই ছবি কিনে নেন। জনপ্রিয় সাইটগুলোর মধ্যে রয়েছে Shutterstock, Adobe Stock, Getty Images এবং iStock।এই সাইটগুলোতে Contributor Account খুলে নিয়ম মেনে ছবি আপলোড করতে হয়। কেউ আপনার ছবি ডাউনলোড করলেই আপনি পান রয়েলটি বা কমিশন। শুরু করবেন কীভাবে১️⃣ প্রথমে একটি নির্ভরযোগ্য স্টক ফটো সাইটে রেজিস্ট্রেশন করুন।২️⃣ মোবাইল ক্যামেরা দিয়েই ছবি তুলুন—যেমন প্রকৃতি, বাজার, শহর-গ্রাম, উৎসব বা খাবারের ছবি।৩️⃣ ছবি স্পষ্ট, আলোকিত ও ফোকাস ঠিক আছে তা নিশ্চিত করুন।৪️⃣ প্রতিটি ছবির সঙ্গে সঠিক ট্যাগ ও...