আয়না, ধাতব আসবাব, মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস এমনকি পানিভর্তি অ্যাকুয়ারিয়াম এসব জিনিস ওয়াই-ফাইয়ের সিগনাল দুর্বল করে দেয়। ফলে ইন্টারনেটের গতি কমে যায় এবং সংযোগ অস্থির হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই সমাধান একেবারে হাতের কাছেই। রাউটারকে এসব জিনিস থেকে দূরে রেখে খোলা জায়গায় রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বেড়ে যাবে দৃশ্যমানভাবে। আয়না: সিগনাল প্রতিফলিত হয়ে দুর্বল হয়ে যায়।ধাতব আসবাব: ধাতব আলমারি, টেবিল বা চেয়ার সিগনাল আটকে দেয়।মাইক্রোওয়েভ ওভেন: এর তরঙ্গ ওয়াই-ফাই সিগনালের সঙ্গে সংঘর্ষ ঘটায়।ব্লুটুথ ডিভাইস: একই ফ্রিকোয়েন্সিতে কাজ করায় সিগনালে বিঘ্ন ঘটায়।অ্যাকুয়ারিয়াম: পানির কারণে আশপাশে তৈরি হয় সিগনালবিহীন ‘ডেড জোন’।ভারী আসবাব: বড় সোফা বা খাট সিগনাল ছড়িয়ে পড়তে বাধা দেয়।মোটা দেয়াল: দেয়ালের আড়ালে সিগনাল দুর্বল হয়ে পড়ে।ইলেকট্রনিক যন্ত্রপাতি: টেলিভিশন, ফ্রিজ, কর্ডলেস...