অনেকে মনে করেন, হার্ট অ্যাটাকের কারণে বুকের বাঁ পাশে ব্যথা হয়। ধারণাটি সঠিক নয়। হার্ট অ্যাটাকের ব্যথা হয় বুকের মাঝখানে। সাধারণত ব্যথার তীব্রতা খুব বেশি হয়। বুকে চাপ ধরার মতো কষ্টদায়ক অনুভূতি হয়। কিছু ক্ষেত্রে ব্যথাটা হয় বুকের ঠিক নিচে অর্থাৎ ওপরের পেটে। বুক বা পেট থেকে ব্যথা ছড়িয়ে যেতে পারে বাহু, ঘাড়, চোয়াল কিংবা পিঠের দিকেও। ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে এবং অতিরিক্ত ঘাম হতে পারে। বমি বমি ভাব হতে পারে। বমিও হতে পারে। মাথা হালকা হয়ে গেছে বলে মনে হতে পারে। মাথা ঘোরাতে পারে। হঠাৎ প্রচণ্ড অবসন্ন লাগতে পারে। মনে মৃত্যুর ভয়ও জাগতে পারে। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক। তাই দ্রুত সাহায্য নিন। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন।তবে তার...