ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে অনেক কিংবদন্তি ব্যাটসম্যান খেলেছেন। টি-টোয়েন্টি আসার আগে ওয়ানডে ছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ। চলুন দেখা যাক, আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যান এবং তাদের প্রধান পরিসংখ্যান। স্ট্রাইক রেট: ৮৬.২৩শচীন টেন্ডুলকারকে ক্রিকেটের ‘ঈশ্বর’ বলা হয়। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি ও প্রথম ২০০ রানের ইনিংসের মালিক। স্ট্রাইক রেট: ৭৮.৮৬শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটকিপার–ব্যাটসম্যান। ওয়ানডেতে উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি। স্ট্রাইক রেট: ৯৩.৩৪রানের জন্য ওয়ানডেতে বিরাটের তুলনা মেলা ভার। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডধারী। স্ট্রাইক রেট: ৮০.৩৯অস্ট্রেলিয়ার ব্যাটিং ও অধিনায়কত্বে কিংবদন্তি। ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ জয় রেকর্ড তাঁর। স্ট্রাইক রেট: ৯১.২০শ্রীলঙ্কার দারুণ আক্রমণাত্মক ওপেনার। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির পথপ্রদর্শক। স্ট্রাইক রেট: ৭৮.৯৬শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান, বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন। স্ট্রাইক রেট: ৭৪.২৪পাকিস্তানের মিডল অর্ডার কিংবদন্তি। ওয়ানডেতে ফিফটির রেকর্ডধারী ছিলেন। স্ট্রাইক রেট: ৭২.৮৯দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কিংবদন্তি।...