মহামারি কোভিড সময়ে বন্ধ থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট আধুনিকায়ন ও পুনরায় চালু করা হয়েছে। শনিবার (১১অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিড শুরুর পর থেকে ঢাকা মেডিকেলের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল, তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে। এরপর ২০২৩ সালে যখন চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে চালু করা সম্ভব হয়নি। আজ সম্পূর্ণরূপে এটি চালু করা হলো। তিনি বলেন, এই চিকিৎসাটি একটি ব্যয়বহুল চিকিৎসা, সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নেবেন না। যাদের সামর্থ্য নাই, তারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা...