‘বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’ আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ কথা বলেন। 'বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। সংগঠনটি তিনদিনব্যাপী একটি অ্যাস্ট্রোক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পের শেষ দিনে এ আলোচনা সভা আয়োজিত হয়েছে। এ বছরের ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১শ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শামা ওবায়েদ আরও বলেন, 'রাজনৈতিক দল, ছোট-বড় সংস্থাসহ যেকোনো সেক্টরেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সঠিকভাবে থাকতে হবে।...