আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হবে দুই দল। সিরিজ টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। প্রথম ওয়ানডেতে ২২১ রানে অলআউট হয়ে ব্যর্থতা কাটাতে চায় টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজের ১০১ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল, কিন্তু দুজনের বিদায়ের পর ভেঙে পড়ে দল। শেষ ৬ উইকেট পড়ে যায় মাত্র ৪৬ রানে। প্রথম ম্যাচ শেষে মিরাজ বলেন, আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে...