বিএনপি এমন এক বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মেয়েশিশু স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, ঠিক যেমনটা তাদের বাবা-মা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, আসুন, প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাই। একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, নারীর ক্ষমতায়ন শুধু একটি নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির বিষয়। তারেক রহমান বলেন, বিএনপি সরকার অতীতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখেছে এবং সুযোগ পেলে ভবিষ্যতে আরও বেশি কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখেছি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে পোশাক খাতের বিকাশে নেতৃত্ব দিয়েছিলেন, যা শুধু একটি শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মাধ্যমে লাখ লাখ নারী...