ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে শরৎ উৎসব আয়োজনের জন্য দেওয়া অনুমতি 'স্থগিত' করা হয়েছিল, দুদিন পর তা 'বাতিল' করার কথা জানানো হল। শনিবার চারুকলা অনুষদ অফিসে ডিনের সভাপতিত্বে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয় বলে ডিন আজহারুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে দেখা যায় যে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। "বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২ এর অনুমতি বাতিল করা হয়।" ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নিজেরাই 'শরৎ উৎসব' আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান চারুকলার ডিন। তিনি বলেন, "সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা...