নব্বইয়ের দশকের শেষ দিকেও বাংলাদেশে ক্রিকেট ছিল অন্য আর দশটা খেলার মতোই, ফুটবলের ফ্লাডলাইটের মতো জনপ্রিয়তার কাছে টিমটিমে হারিকেন। সব বদলে দিল একটা শব্দ, বিশ্বকাপ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে প্রথম বার বিশ্বকাপের বন্ধ দরজা খোলে ক্রিকেট, সেই দরজা দিয়ে একে একে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট সূচি, সম্প্রচার স্বত্বের টাকা আর করপোরেট পৃষ্ঠপোষকতা। তাতে স্ফীত হয়েছে বিসিবির কোষাগার। তবে প্রায় ৩ দশক পর একটু পা ফস্কালেই ফের বন্ধ হয়ে যেতে পারে বিশ্বকাপের দরজা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। অঙ্ক না মিললে বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হতে পারে বাংলাদেশকেও, শুধু তাই নয় আইসিসি পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফিতেও বরণ করে নিতে হতে পারে একই ভাগ্য। সেই সঙ্গে পর পর দুই ওয়ানডে সিরিজে হার মানতে হবে আফগানদের কাছে।...