হারতে হারতে খাদের কিনারায় যাওয়া ব্রাজিল ফিরছে তার চেনা রূপে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। তাই অভিজ্ঞ এই ইতালিয়ান কোচকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রাখার প্রস্তাব দিতে যাচ্ছে সিবিএফ। তিনি লিখেছেন, কার্লো আনচেলত্তি ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের জন্য ব্রাজিল ফেডারেশনের কাছ থেকে একটি প্রস্তাব পেতে যাচ্ছেন। এদিকে ব্রাজিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে কোনো আপত্তি নেই বলে গত মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেনআনচেলত্তি। তিনি বলেছিলেন, ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, ২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ পর্যন্ত আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে...