বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে যারা, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট বা সম্মতি আনা। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে আগামীর বাংলাদেশের বিষয়ে কী হবে, তা ঠিক করার দায়িত্ব জনগণ কাউকে দেয়নি।তাই যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমীর খসরু বলেন, বর্তমানে প্রচলিত সংবিধানের আওতায় নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার সুযোগ তৈরি করতে হবে। বিভিন্ন বিষয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কোনটি...