১১ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের কিছু কিছু উপদেষ্টা বিশেষ একটি দলকে ক্ষমতায় নিতে গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা প্রধান উপদেষ্টা কে নিরপেক্ষ দেখতে চাই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কোন দিকে না ঝুঁকে দাঁড়িপাল্লার মতো সোজা থাকুন। তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। তিনি শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। তারা একটি দলের চাপের কাছে...