বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন শনিবার (১১ অক্টোবর)। জন্মদিনে আবারও আলোচনায় তাঁর অনবদ্য ক্যারিয়ার ও কালজয়ী অভিনয়। বয়স যেন কেবল সংখ্যা— ৮৩ বছর বয়সেও তিনি এখনো দর্শকদের মুগ্ধ করছেন নিজের অভিনয় দক্ষতা, গভীর সংলাপ আর উপস্থিতির শক্তিতে। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ থেকে শুরু করে সামাজিক সব ধরনের চরিত্র, পারিবারিক ড্রামা কিংবা মানবিক গল্প- প্রতিটি ধাপে তিনি নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। চলুন দেখে নেওয়া যাক, অমিতাভ বচ্চনের দ্বিতীয় ইনিংসের কিছু উল্লেখযোগ্য সিনেমা ও চরিত্র। “নো মিনস নো”— এই সংলাপটি আজও মানুষের মনে বাজে, আর তা সম্ভব হয়েছিল অমিতাভ বচ্চনের দৃঢ় অভিনয়ের কারণে। এক আইনজীবীর চরিত্রে তিনি যৌন হয়রানি ও সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ হয়ে ওঠেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে তাপসী পান্নু, অঙ্গদ বেদি, কির্তি কুলহারি প্রমুখ...