ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) সেবা কার্যক্রম চালু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টা বলেন, ‘ঢাকা মেডিকেলে বোনম্যারো ট্রান্সপ্লান্ট রোগীদের সেবা কার্যক্রম আজ থেকে শুরু হলো। যাদের সামর্থ্য আছে, তারা যেন গরিব রোগীদের সেবা নিতে সুযোগ করে দেন।’ নূরজাহান বেগম বলেন, ‘পাঁচ বছর পর এই ইউনিটটি পুনরায় চালু করা হলো। দেশে বর্তমানে বোনম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয় রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে এ সেবা দেওয়া হয়, এ বছরই...