মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং চীনের ৫০ জন ব্যক্তি, কোম্পানি ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইরানের তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তা করেছে। এরমধ্যে বাংলাদেশে চালান নিয়ে আসা জাহাজও রয়েছে। দীর্ঘ আলোচনার পর চলতি বছরের ৫ সেপ্টেম্বর জাহাজগুলোকে পুনরায় গ্যাস স্থানান্তরের অনুমতি দেওয়া হলেও, ভেসেল-ট্র্যাকিং তথ্য অনুযায়ী এগুলো এখনও চট্টগ্রাম বন্দরে নোঙর করা অবস্থায় রয়েছে। যদিও নিষেধাজ্ঞার তালিকায় কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এই ধরনের চালান ও লেনদেনের মাধ্যমে বাংলাদেশকেও এখন ওয়াশিংটনের সম্প্রসারিত নজরদারি ও বাস্তবায়ন ব্যবস্থার আওতায় ধরা হচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগের মতে, নিষেধাজ্ঞার আওতায় এসেছে অন্তত দুই ডজন ছায়া বহর (স্যাডো ফ্লিট) জাহাজ, যেগুলো ইরানি...