ঢাকা:তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এ সরকারকে সবাই সাপোর্ট করে।পরবর্তী সরকার যারা আসবে তারা এ সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দেবে বলে আমাদের বিশ্বাস। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘সেফ এক্সিট’ এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দেবে। এরই মধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে আগামী ১৫ তারিখে জুলাই সনদে স্বাক্ষর হবে। এ স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই...