টেস্ট ক্রিকেটে শুবমান গিলের ব্যাটে বইছে রানের জোয়ার। একের পর এক দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন তিনি। ইংল্যান্ড সফরে চার সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তাতে রেকর্ডের একটি পাতায় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরেক ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির পাশে বসেছেন তিনি। চলমান দিল্লি টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১২৯ রান করেন গিল। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ২ ছক্কা ও ১৬ চারে। ম্যাচের দ্বিতীয় দিন ৫ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। গত জুনে ইংল্যান্ড সফর দিয়ে টেস্টে ভারতের নেতৃত্বে অভিষেক হওয়ার পর থেকে হেসেই চলছে গিলের ব্যাট। দুই সিরিজেই করে ফেললেন তিনি পাঁচটি সেঞ্চুরি। ভারতীয় অধিনায়কদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ ও ২০১৮ সালে পাঁচটি করে...