সদ্য সমাপ্ত সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরের অবস্থানে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান। এই দুই খাতে লেনদেন হয়েছে ২১ দশমিক ৭৩ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন হয়েছে তিন হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৬৫৭ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। পুঁজিবাজারে ২১টি খাতে রয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে সাধারণ বিমা ও ওষুধ রসায়ন—এই দুই খাতের ৭৭টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। বাকি ১৯ খাতের ৩৩৬টি প্রতিষ্ঠানে দুই হাজার ৫৭২ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ...