ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এবারের ‘শরৎ উৎসব’ অনুষ্ঠিত হয়নি। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী প্রায় দুই দশক ধরে এই উৎসব আয়োজন করে আসছে। কিন্তু এবারের উৎসবের দিন সকালে জানা গেল, অনুমতি স্থগিত করা হয়েছে। কারণ ‘ফ্যাসিবাদের দোসর’দের উপস্থিতি নাকি ‘গ-গোল’ সৃষ্টি করতে পারে। পরের দিন গেন্ডারিয়ায় সেই অনুষ্ঠান করতে গিয়েও পারেননি আয়োজকরা। পুলিশ তাদের জানায়, ‘অনুমতি নেই, অভিযোগ আছে’। শেষ পর্যন্ত শিল্পীরা জাতীয় সংগীত গেয়ে, নীরবতা পালন করে অনুষ্ঠান বন্ধ করে দেন। ঘটনাটি সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর মতো পুরোনো ও স্বীকৃত সংগঠন, যারা বছর বছর চারুকলার বকুলতলায় মৌসুমি উৎসব আয়োজন করে, তাদের অনুষ্ঠান ঘিরে ‘ফ্যাসিবাদের দোসর’ বিতর্ক কেন উঠল সেটা একটা প্রশ্ন। চারুকলা কর্তৃপক্ষ বলেছে, অনেকে ফোনে আপত্তি জানিয়েছে। ‘ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত’ কেউ এই আয়োজনের সঙ্গে আছেন, এ...