সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের পুরোনো ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শরৎ উৎসব আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই। শনিবার চারুকলা অনুষদ অফিসে ডিন অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডিন বলেন, “অনুসন্ধান ও যাচাই-বাছাই করে দেখা গেছে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা করে উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।” গত বৃহস্পতিবার ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’ নামে একটি প্ল্যাটফর্ম সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে সংগঠনটিকে ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট’ বলে উল্লেখ করা হয়। ডিন বলেন, “অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের গেটে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত...