নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ইটের ও পাথরের নাগরিক বিস্তার প্রাণ-প্রকৃতির আশ্রয়কে বিলীন করেছে, ফলে বিভিন্ন আবাসিক এলাকায় বিষধর সাপ হানা দিচ্ছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, গত সাড়ে তিন মাসে অন্তত ৩২১টি সাপ উদ্ধার করা হয়েছে ঢাকা থেকে। এই হিসেবে, প্রতিদিন গড়ে তিনটি সাপ উদ্ধার করেছে সংস্থাটি।নতুন গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোতে এই ধরনের ঘটনা বেশি ঘটছে, যার মধ্যে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরও রয়েছে। বাসিন্দারা আকস্মিকভাবে সাপ দেখে আতঙ্কিত হচ্ছেন। উদ্ধার হওয়া সাপগুলোর বেশিরভাগই বিষধর, যার মধ্যে ভয়ঙ্কর বিষধর খৈয়া গোখরা (ইন্ডিয়ান কোবরা), পদ্ম গোখরা বা মনোকোল্ড কোবরা, ওয়ানস ক্রেট ও রাসেল ভাইপার উল্লেখযোগ্য। রেসকিউয়ার আদনান আজাদ জানান যে, ৩২১টি সাপের মধ্যে ৩১৯টিই বিষধর ছিল, এবং মাত্র দুটি নির্বিষ সাপ ছিল। তিনি আরও জানান যে, বিষধর...