দীর্ঘ সময় ধরে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকেরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। সরকার কয়েক দফায় তাঁদের দাবি পূরণের আশ্বাসও দিয়েছে। কিন্তু দাবি আর পূরণ করেনি। তবে এবার বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা রীতিমতো তামাশার শামিল বলে মনে করছেন শিক্ষকেরা। এমন এক দিনে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে, সেটি (৫ অক্টোবর) ছিল বিশ্ব শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক ফোরামের নেতারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে শিক্ষকদের সঙ্গে তামাশা করা হয়েছে। (তথ্যসূত্র: দৈনিক শিক্ষাডটকম) কোনো কোনো শিক্ষক বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে তামাশা করতে সরকার বেশ মজা পায়। যেখানে মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর দাবি, সেখানে শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানো তো হয়ইনি, বরং বাড়ানো হয়েছে সাকল্যে মাত্র ৫০০ টাকা। এতে শিক্ষকেরা ক্ষুব্ধ হয়েছেন, ফেসবুক উত্তপ্ত হয়েছে শিক্ষকদের...