সংবিধান বদলাতে হলে আইনিপন্থা অনুসরণের অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার রাজধানীতে এক সমাবেশে তিনি এ অনুরোধ জানান। আনিসুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের প্রতি অনুরোধ, আপনারা গায়ের জোরে সংবিধান বদলাবেন না। এখন সংবিধান বদলাবেন, আবার ১০ বছর পর আরেক বিপ্লবী সরকার আসলে তারাও বদলাবে। সংবিধান যদি বদলাতেই হয়, নির্বাচন দিন। নির্বাচনী সরকার এসে আইনিপন্থায় সংবিধান বদলাবে।’ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বলেন, ‘বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু দেশের মানুষ বিশ্বাস করছে না, নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে পারে না।’ আনিসুল ইসলাম বলেন, ‘যেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ নিজেই বলেছে ৫ আগস্টের পর বিএনপি এবং জামায়াত প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ভাগাভাগি করেছে, সেখানে আপনারা কিভাবে নিরপেক্ষ নির্বাচনের আশা...