নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওমাইমা সোহেলের উইকেটের ভিডিওটা অনেকেরেই চোখে পড়েছে হয়ত। মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন তিনি। বাংলাদেশি এই পেসার তার গতি-সুইংয়ের কারণে ক্রিকেট মহলে প্রশংসায় ভাসছেন, রীতিমতো তারকা বনে গেছেন। কিন্ত তার এই জায়গায় উঠে আসার পেছনের গল্পটা করুণ। অশ্রুসিক্ত কন্ঠে আইসিসির এক ডকুমেন্টারিতে তিনি সেটি শুনিয়েছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদীয়মান পেসার মারুফা আক্তার এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করছেন দারুণভাবে। তার বেড়ে ওঠার মাঝে দারিদ্র্য, সামাজিক অবহেলা আর চোখে পানি এনে দেওয়ার মতো সংগ্রামের গল্প লেখা রয়েছে। এই তরুণ পেসার সম্প্রতি নিজের শৈশব ও বেড়ে ওঠার কষ্টের গল্প শেয়ার করেছেন আইসিসির একটি ডকুমেন্টারিতে। এই উপলক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্মৃতি রোমন্থন করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছেন ২০ বছর...