আন্তর্জাতিক ওয়ানডের বয়স চলছে ৫৪ বছর। টি–টোয়েন্টি আসার আগে এটাই ছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ। সেখানে কার রান সবচেয়ে বেশি, কার গড় কত—এসব পরিসংখ্যান একসময় অনেকেরই ঠোঁটের ওপর থাকত। টি–টোয়েন্টি এখন সম্ভবত সেই জায়গায়। আসুন ফিরে তাকাই আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যান কারা— তিনি অনেকের চোখেই আধুনিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অন্যতম সেরা ওপেনার। নিজের প্রজন্মে অন্যতম সেরা তো বটেই। ওয়ানডেতে কতটা ভালো, তা পরিসংখ্যানই বলে দেয়। এই সংস্করণে তাঁর করা মোট রানের মধ্যে ৯১৩৮ রানই এসেছে ওপেনিংয়ে নেমে। এই সংস্করণে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি এবং ইনিংসে সর্বোচ্চ রানের (২৬৪) রেকর্ডও রোহিত শর্মার। শুধু তা–ই নয়, ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির রেকর্ড এবং প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টে ফাইনালেও খেলেছেন রোহিত। রাজকীয় ব্যাটিংয়ের প্রতিশব্দ হয়ে...