শনিবার (১১ অক্টোবর) ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন! ১০ অক্টোবর মধ্যরাতে কেক কেটে জন্মদিনের শুরুটা করেন একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সাথে! সেই মিষ্টি মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অপু। ভিডিওর ক্যাপশনে অপু লিখেন,“জন্মদিন এর প্রথম প্রহরে আমার আব্রাম সোনার সাথে জন্মদিন উদযাপন।” ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে জয় মাকে বলে, “মম… হ্যাপি বার্থডে!” এরপর মা-ছেলে মিলে হাসি-আনন্দে কাটান সেই মুহূর্ত। ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যঘর, সহকর্মীরাও জানান জন্মদিনের শুভেচ্ছা। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম নেওয়া অপু বিশ্বাসের চলচ্চিত্র ক্যারিয়ার দুই দশকের কাছাকাছি সময়জুড়ে বিস্তৃত। তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়,...