অভিনয় জীবন শুরু করেছিলেন মাত্র ১৭ বছর বয়সে, ডিডি বাংলার ‘সাতকাহন’ সিরিয়ালের মাধ্যমে। এরপর দুই যুগ ধরে ধারাবাহিক, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে আসছেন। উল্লেখযোগ্য ধারাবাহিক— ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’।বড় পর্দায় ২০০৪ সালে ‘কালো চিতা’ সিনেমার মাধ্যমে পা রাখেন মনামী। এরপর ‘এক মুঠো ছবি’, ‘বক্স নাম্বার ১৩১৩’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশেষে’, ‘মাটি’, ‘বেলাশুরু’, ‘পদাতিক’ এর মতো সিনেমায় কাজ করেছেন। পাশাপাশি, তার গানের দক্ষতাও কম নয়। বড় পর্দায়...