দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবার ভিন্ন এক যাত্রায়। আলো-ঝলমলে ক্যামেরার সামনে নয়, বরং পবিত্র নগরী মক্কার শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন। ব্যস্ত অভিনয়জীবনের মাঝেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পা রেখেছেন এ তারকা। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে জানালেন এক আবেগঘন বার্তা।শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। সেই ভিডিওতে দেখা যায়, তিনি এহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি, যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’তিনি আরও...