গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়া কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। দেশের মাটিতে খেলতে নেমে আশা জাগালেও আশানুরূপ ফল আনতে পারেনি জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কথা বলেছিলেন ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে। বাংলাদেশিদের ক্রিকেট নিয়ে আবেগ প্রায়ই দেখা যায়, বিশেষ করে বড় ম্যাচের আগে। তবে এখন দেশের ফুটবলের প্রতিও বাড়ছে আগ্রহ। হামজাদের মতো ফুটবলারদের আগমনে দেশের ফুটবল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। টিকিট বিক্রিতে দেখা গেছে দর্শকদের ব্যাপক আগ্রহ, এমনকি ক্রিকেটাররাও অনুসরণ করছেন ফাহমিদুল–জামালদের খেলা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ নিয়েও প্রত্যাশা ছিল সবার। ম্যাচের আগে হামজার সঙ্গে কথা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনারতামিম ইকবালের। গণমাধ্যমকে তামিম জানান, আমার সঙ্গে খেলার আগের দিন রাতে হামজার কথা হয়েছিল। এক জায়গায় বসে আমরা একটু গল্প...