অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজেই স্মরণীয় কীর্তি গড়লেন শুবমান গিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক হিসেবে নিজের প্রথম হোম সেঞ্চুরি তুলে নিলেন তিনি।এই সেঞ্চুরির মাধ্যমে তিনি তার আদর্শ বিরাট কোহলির এক বিরল রেকর্ডে ভাগ বসালেন। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে ১৭৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন গিল। এটি ছিল এই বছরে তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এর ফলে, তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন। কোহলি ২০১৭ এবং ২০১৮ সালে দুবার এই কীর্তি গড়েছিলেন। গিল ইংল্যান্ডের বিপক্ষে আগের সফরে চারটি সেঞ্চুরি করেছিলেন এবং দিল্লির সেঞ্চুরিটি ছিল এই বছরে তার পঞ্চম। এই অর্জনের মাধ্যমে গিল এক অভিজাত তালিকায় প্রবেশ...