ফুটবল বিশ্বকাপ মানেই সারা বিশ্বের ভক্তদের চোখে-মুখে উত্তেজনা। কিন্তু ২০২৬ সালের আসর যেন হয়ে উঠছে শুধুই ধনীদের জন্য! কারণ, মাত্র চার বছরের ব্যবধানে ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দাম বেড়েছে প্রায় ১০ গুণ। বিশেষ করে সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত ‘ক্যাটাগরি ৪’ টিকিটের দাম বেড়ে গেছে ভয়াবহভাবে। কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিট ছিল ৫৫ ডলার, যা ২০২৬ বিশ্বকাপে দাঁড়িয়েছে ৫৬০ ডলারে। অর্থাৎ, এবার সবচেয়ে সস্তা টিকিটের দামই আগের আসরের সবচেয়ে দামী আসনের কাছাকাছি! গ্রুপ পর্বের ম্যাচের টিকিটেও দেখা গেছে নয়গুণ বৃদ্ধি। ২০২২ সালে যেখানে টিকিট পাওয়া যেত মাত্র ১১ ডলারে, এখন তা ১০০ ডলার। আর ফাইনাল ম্যাচের টিকিটের দাম বেড়েছে আরও ভয়াবহভাবে আগে সবচেয়ে সস্তা টিকিট ছিল ২০৬ ডলার, এখন তা ২,০৩০ ডলার! সবচেয়ে দামী আসনের মূল্য পৌঁছেছে ৬,৩৭০...