নিজস্ব প্রতিবেদক : ইতালির শাসক দল ‘ব্রাদার্স অব ইতালি’ মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে। দলটি এটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উপস্থাপন করেছে। দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া ডেলমাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা। প্রত্যেক ধর্মের প্রতি সম্মান রক্ষা করছি। তবে এটি আমাদের সংবিধান এবং ইতালির রাষ্ট্রীয় নীতির প্রতি সম্মান রেখে প্রয়োগ করতে হবে।” বিলে বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করা হবে জনসমাগম স্থানগুলোতে যেমন দোকান, স্কুল ও অফিস। নিয়ম ভঙ্গ করলে ৩০০ ইউরো থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি দলের ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের আরও বিস্তৃত একটি বিলের অংশ। ব্রাদার্স অব ইতালির অভিবাসন বিষয়ক প্রধান...