নিজস্ব প্রতিবেদক : আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার ভোর দেশে ফিরে এসেছেন। অনলাইন সূত্র ও বিমানবন্দরের উপস্থিত ব্যক্তিদের জানানোর কথা অনুযায়ী, তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ভোর ৪:৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সকাল সাড়ে পাঁচটার দিকে ভিআইপি ফটক দিয়ে বের হন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা; উপস্থিতরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার হওয়া গুণে নিজের অনুভূতি বর্ণনা করে বলেন, তিনি শারীরিক নির্যাতন সম্পর্কে বিস্তারিত বলতে চান না; সবচেয়ে বেশি আঘাত পান যখন তার বাংলাদেশি পাসপোর্ট দেখার পর ইসরায়েলি সৈন্যরা সেটি মাটিতে ছুঁড়ে ফেলেছিল। তিনি বলেন, “এ অপমানের বিচার আমাদের আদায় করতে হবে।” আটকের সময় ও কারাবাসের অভিজ্ঞতা উল্লেখ করে শহিদুল বলেন, “আমাদের ওপর নির্যাতন করা হয়েছে;...