আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার যে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, নভেম্বর ও ডিসেম্বর মাসটি শিক্ষাবর্ষের সবচেয়ে সংবেদনশীল সময় যখন বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলবে, এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই সময় যখন শিক্ষার্থীরা পড়াশোনায় চূড়ান্তভাবে ব্যস্ত থাকে, শিক্ষক-শিক্ষিকারা প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা পরিচালনায় ব্যস্ত থাকবেন, তখন নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সকলে। প্রথা অনুযায়ী, শিক্ষাবর্ষের শুরুতে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সময়...