সালমান খানের পর এবার শাহরুখ খানকে নিয়ে তোপ দাগলেন পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, শাহরুখ খানের “নিয়ত ঠিক নেই”। তার এই মন্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা, অনেকে তাকে ‘অ্যাটেনশন সিকার’ বলেও কটাক্ষ করেন। ‘দাবাং’ খ্যাত এই পরিচালক এর আগেও সালমান খান ও তার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবার সেই আক্রমণের লক্ষ্য শাহরুখ খান। ‘বলিউড ঠিকানা’ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন অভিনব। শাহরুখকে নিয়ে তিনি বলেন,“এই কমিউনিটি শুধু নিতে জানে, দিতে জানে না। শাহরুখ খানের দু’টি বাড়ি- একটি দুবাইয়ে ‘জান্নাত’, আরেকটি মুম্বাইয়ে ‘মান্নাত’। মান্নাত মানে তো প্রার্থনা। এখানে তার সব মান্নত পূরণ হয়েছে, তাই আরও মান্নত করছেন। শুনেছি বাড়িতে আরও দুটি তলা বাড়াচ্ছেন। দাবি বাড়ছে, কিন্তু যদি জান্নাত ওখানে (দুবাই) হয়, তাহলে সেখানেই...