নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজশাহী জেলার ১৭ বছর বয়সী কিশোরী মুনাজিয়া স্নিগ্ধামনকে শান্তিতে শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার খবর তুলে ধরা হয়েছে। মুনাজিয়া স্নিগ্ধামন যৌন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার বুলিংয়ের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। রাজশাহী মহিষবাধন এলাকায় জন্মগ্রহণ করা মুন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে "সারভাইভারস পাথ" (Survivor's Path) নামে একটি অলাভজনক সংগঠন শুরু করেছেন। এই সংগঠনটি যৌন সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। মুনের উদ্যোগে মেয়েরা আত্মরক্ষার প্রশিক্ষণ পায় এবং তারা মানসিক ও আইনি সহায়তা লাভ করে। মুন পরিচালিত কর্মশালাগুলোর মাধ্যমে প্রায় ১০,০০০ এর বেশি শিক্ষার্থীর কাছে বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা পৌঁছেছেন। বিশেষ করে কিশোরীদের...