গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা বাড়ছে এবং এর জন্য রাশিয়াকে দায়ী করেছে পোল্যান্ড। দেশটির ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিজিস্টফ গাভকভস্কি বলেছেন, রাশিয়ার ক্রমাগত সাইবার হামলার শিকার হচ্ছে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ বছর সাইবার হামলা চালাতে আগের তুলনায় তিনগুণ বেশি সম্পদ, যেমন– লোকবল, অর্থ ও প্রযুক্তি ব্যবহার করেছে রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ বছরের প্রথম তিন প্রান্তিকে শনাক্ত হওয়া প্রায় ১ লাখ ৭০ হাজার সাইবার হামলার ঘটনায় জড়িত রয়েছে রাশিয়ান হ্যাকাররা। আর বাকি হামলার ঘটনার অনেকগুলোই আর্থিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে, যেমন চুরি। পোল্যান্ড প্রতিদিন প্রায় দুই হাজার থেকে চার হাজারটি সাইবার আক্রমণের মুখে পড়ছে। এর মধ্যে প্রায় সাতশ থেকে এক হাজারটি ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। কারণ ‘এসব ঘটনা বাস্তবিকভাবেই বড় ধরনের হুমকি তৈরি করতে...