মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় এসব কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ তদন্তে পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার সামরিক আদালতের বাইরে প্রচলিত বিচার ব্যবস্থায় হয়েছে। এসব মামলায় তাদের কারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কারও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তবে কর্মরত অবস্থায় এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে বাইরের আদালতে বিচারিক প্রক্রিয়া শুরুর ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম। ফলে কর্মরত সেনা...