তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের কবর জিয়ারতের এই অনুষ্ঠান হয়।দুদু বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এই সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দিবে বলে আমাদের বিশ্বাস।পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরুসাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেভ এক্সিট এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দিবে। ইতোমধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে...