চলতি বছরের জুন মাসে ইরানের বেসামরিক, পারমাণবিক ও সামরিক স্থাপনায় নাৎসি জার্মানির ব্লিৎজক্রিগ বা ‘বিস্ময়কর আক্রমণ’ কৌশল অনুকরণ করে একটি সমন্বিত ও আকস্মিক হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এই হামলায় সমর্থন জানানো কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে জার্মানি ছিল একটি এবং তারা ছিল এ বিষয়ে সবচেয়ে সোচ্চার। ইসরায়েলের এই আগ্রাসনের পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দেয়। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরানে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করে বলেন, “ইসরায়েল পশ্চিমা রাষ্ট্রগুলোর হয়ে ‘ডার্টি ওয়ার্ক’ (নোংরা কাজ) করছে। এটাই সেই ‘ডার্টি ওয়ার্ক’ যা ইসরায়েল আমাদের সবার জন্য করছে। ” ইরানের সমালোচনা করে তিনি বলেন, “আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে...